স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : রাজ্যে যে শ্মশানের শান্তি বিরাজ করছে, আর ডোমের ভূমিকা পালন করছেন দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রতন লাল নাথ। শিক্ষামন্ত্রী এবং রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শূন্যপদ পূরণ সম্পর্কিত একের পর এক মিথ্যা তথ্য তুলে ধরে রাজ্যে বেকার যুবক যুবতীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং শিক্ষামন্ত্রী রাজ্যে গত সাড়ে চার বছরে কত শূন্য পদ পূরণ হয়েছে তার তথ্য তুলে ধরতে পারছেন না। কারণ রাজ্যের বেকারদের সাথে শুধু প্রতারণা করে চলেছে সরকার।
মন্ত্রীসভার বৈঠকের পর শুন্যপদ সৃষ্টি করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করা হয়। বাস্তবে সে শূন্য পদগুলি পূরণের কোন নোটিফিকেশন বের হয় না। তাই শিক্ষামন্ত্রী আসল তথ্য তুলে ধরার সাহস দেখাচ্ছে না বলে শনিবার ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। ক্যাবিনেট প্রতারণার গবেষণাগার হিসেবে তৈরি করেছেন দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রতন লাল নাথ। আর যার মুখ্য দায়িত্বে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, রাজ্যে শূন্যপদ নিয়োগের দাবিতে এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ যৌথভাবে আগামী সেপ্টেম্বর মাস কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র যুব ভবনে এক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৭ আগষ্ট। আগামী ১০ আগস্ট টাউন হলে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের গৌরব উজ্জ্বল ভূমিকার ওপর আলোচনা সভা আয়োজন করা হবে। এছাড়ো আরো অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান এসএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।