Tuesday, March 19, 2024
বাড়িজাতীয়মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্পের পরিসংখ্যান দিলেন জেলাশাসক

মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্পের পরিসংখ্যান দিলেন জেলাশাসক

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৩০ জুন


করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার গরিব মানুষদের নগদ এক হাজার টাকা এবং শুকনো রেশন সামগ্রী প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যে গরিব অংশের মানুষদের রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে। এর মধ্যে পশ্চিম জেলায় সদর মহকুমা ৭৪৩৬৩ টি পরিবার, মোহনপুর মহাকুমা ৩৯৬৫৬ টি পরিবার এবং জিরানিয়া মহকুমা ৩৫৭৪৪ টি পরিবার সহ সর্বমোট ১৪৯৭৬৩ টি পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যমাত্রার নেওয়া হয়েছে। ইতিমধ্যে সদর মহকুমা ৭২৮৭১ পরিবার, মোহনপুর মহাকুমা ৩৭৬৭৩ পরিবার এবং জিরানিয়া মহকুমা ৩৩৯৭৪ পরিবার সহ সর্বমোট ১৪৪৫১৮ টি পরিবারকে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্প প্রদান করা হয়েছে। বাকি সমস্ত পরিবারকে খুব দ্রুত এ সুবিধার প্রদান করা হবে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পশ্চিম জেলার জেলাশাসক ড: দেবপ্রিয় বর্ধন। তিনি আরো জানান, ৯ টি ভাগে এই স্কিমের আওতায় আনা হয়েছে আরো ৭১২৯ টি পরিবারকে। তারা সকলের দিনমজুর, গৃহপরিচালিকা, বিউটি পার্লারের কর্মী এবং পত্রিকার হকার। সদর মহকুমা ৪১২৭ টি পরিবার, মোহনপুর মহকুমা ১২৩৬ টি পরিবার এবং ১৭৬৬ টি পরিবার রয়েছে। তাদেরও আগামী ৩ জুলাইয়ের মধ্যে বিশেষ শিবির করে সুবিধা প্রদান করা হবে। বুধবার মোহনপুর এবং জিরানিয়া মহকুমা এ বিশেষ শিবিরের মাধ্যমে শুকনো রেশন প্রদান করা শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সদর মহকুমায় বিশেষ শিবিরের মাধ্যমে সুবিধা প্রদান করা হবে বলে জানান তিনি। করোনা কারফিউ মধ্যে যেসব শপিং মল খুলেছে সেইসব শপিং মল বুধবার সকালে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শপিং মলগুলির দায়িত্বপ্রাপ্তদের প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, শহরে করোনা কারফিউ বিধি চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। যেসব রাজনৈতিক দল করোনা কারফিউর নির্দেশিকার ভেঙ্গে রাজনৈতিক জামাইয়ের করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য