স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। স্বাধীনতার গৌরবউজ্জল ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে হর ঘর তেরঙ্গা কর্মসূচী।
এই কর্মসূচীকে সফল করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে উদ্যোগী হয়েছে আগরতলা পুর নিগম। ক্লাব, সামাজিক সংস্থা ও ব্যবসায়ী সংগঠন গুলিকে নিয়ে বৈঠক সম্পন্ন হয়েছে। ওয়ার্ড কমিটি গুলিও নিজ নিজ এলাকায় বৈঠক করেছে। বিভিন্ন ওয়ার্ড গুলিতে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো শুরু করেছে পুর নিগম। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান মহাকরণে প্রবেশের মুখে যে তিনটি আইল্যান্ডে, এরপর স্বামী বিবেকানন্দ ময়দান , ডিম সাগর, কামান চৌমুহনী, আই জি এম চৌমুহনী , হাপানিয়া মেলা প্রাঙ্গণ , বটতলা মহাশ্মশান, এলবার্ট এক্কা পার্ক, গান্ধীঘাটে আলোক সজ্জায় সজ্জিত করা হবে। পুরনিগমবাসীর, প্রতিটি বানিজ্যিক প্রতিষ্ঠান ও ক্লাব গুলিতে আলোক মালায় সাজিয়ে তোলা ও জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। বিশিষ্ট নাগরিক ও স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধিত করা হবে বলে জানান তিনি। দুর্গা পূজার আগে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার কাজ শুরু হয়েছে। চলছে মেরামতির কাজ। যানজট মুক্ত রাখতে প্রচেস্টা চলছে বলেও জানান তিনি। আগামী ১৩ আগস্ট মহাকরণের সামনে মহাকরণের সামনে একটি আই মাস্ক প্যাগের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।