Wednesday, November 20, 2024
বাড়িরাজ্যএডহক পদোন্নতি সংবিধান বহির্ভূত : জিতেন্দ্র

এডহক পদোন্নতি সংবিধান বহির্ভূত : জিতেন্দ্র

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৩০ জুন


বুধবার গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা হয় রাজ্য সরকার গত ২২ জুন রাজ্য সরকারি কর্মচারীদের এডহক পদোন্নতির ঘোষণা দেয়। যা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী বলে বুধবার সাংবাদিক সম্মেলন করে অভিমত ব্যক্ত করলেন গণমুক্তি পরিষদ রাজ্য কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন রাজ্য সরকারের মন্ত্রিসভায় এডহক পদোন্নতি সম্পূর্ণভাবে শীর্ষ আদালতকে অমান্য করে হয়েছে। কারণ সংরক্ষণের মামলা অমান্য করে এডহক পদোন্নতি সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। পাশাপাশি তপশিলি জাতি এবং উপজাতিদের পরিপন্থী এ সিদ্ধান্ত রাজ্য সরকারের বলে জানান তিনি। বিগত সরকার চাকরির পদোন্নতির ক্ষেত্রে সাংবিধানিক ধারা অনুযায়ী কাজ করেছিল। এবং পদোন্নতি রীতিনীতি অনুসরণ করে বিগত সরকার কাজ করে আসছিল। কারণ দেশের শীর্ষ আদালত বলেছে সাংবিধানিক রীতিনীতি মেনে যাতে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু বর্তমান সরকার সেই পথে না এগিয়ে, সংবিধান বহির্ভূত কাজ করে চলেছে। তাই এই সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাধাচরন দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য