স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : শিক্ষা এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশার অভিযোগ তুলে বিক্ষোভের শামিল হল বাঙালি ছাত্র যুব সমাজ। শনিবার শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে বাঙালি ছাত্র যুব সমাজের কর্মীরা। তাদের অভিযোগ, কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বধীন ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরার মানুষের অব্যবস্থা বর্তমানে অত্যন্ত করুন হয়ে উঠেছে।
শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয় গুলিতে পড়াশুনা লাটে উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী বিভিন্ন বিদ্যালয় গুলিতে ১৫ হাজারের মতো শিক্ষকের শূন্য পদ পড়ে আছে। একই অবস্থা স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরে। অথচ সরকার নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না। তাই দাবি জানানো হচ্ছে অবিলম্বে রাজ্যের শূন্যপদ গুলি পূরণ করা, রান্নার গ্যাস পেট্রোল, ডিজেল সহ জীবনদায়ী ওষুধের মূল্য নিয়ন্ত্রণে আনা, নেশা রুখতে আইনত কঠোর পদক্ষেপ গ্রহণ করার বলে জানান বাঙালি ছাত্র যুব সমাজের রাজ্য কমিটির সচিব গৌতম দেব।