স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ মে : বিপুল পরিমাণ দেশী মদ সহ একটি অটো আটক করে আমতলি থানার পুলিশের হাতে তুলে দিল বজরং দলের সদস্যরা। ঘটনা মঙ্গলবার সকালে সেকেরকোট নিউ মার্কেট এলাকায়। বজরং দলের এক সদস্য জানান এইদিন সকালে ওনারা সেকেরকোট নিউ মার্কেটে লক্ষ্য করেন একটি অটো সন্দেহ জনক অবস্থায় দাড়িয়ে রয়েছে।
তখন ওনারা অটোর দিকে এগিয়ে যান। ওনারা অটোর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে অটো থেকে দুই জন লোক পালিয়ে যায়। তখন তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। সাথে সাথে খবর দেওয়া হয় আমতলি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অটোতে বিপুল পরিমাণ দেশি মদ। পরবর্তী সময় পুলিশ দেশি মদ সহ অটোটিকে আমতলি থানায় নিয়ে যায়।