স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্যাকেট জাতীয় আটা, মুড়ি ও দুগ্ধ জাতীয় খাবারের উপর জি এস টি লাগু করেছে। এর প্রতিবাদে সরব হয়েছে যুব তৃণমূল কংগ্রেস। তাই রবিবার জি এস সি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে আগরতলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।
তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী পান্না দে, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা সহ যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা জানান, কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গরিব মানুষের খাবারের উপরও জিএসটি লাগু করেছে। এর বিরুদ্ধে যুব তৃণমূল কংগ্রেস। অতিসত্বর যদি গরিব বিরোধী জি এস টি বাতিল না করা হয় তাহলে প্রতিটি জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেন। এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন দেশে প্রতিদিন রান্নার গ্যাস, পেট্রোল ডিজেলের মূল্য লাফিয়ে বাড়ছে। আর সরকার ব্যস্ত কিভাবে বিরোধী দলের বিধায়ক কেনা যায়। কিন্তু গরিব মানুষ কি খেয়ে বেঁচে থাকবে সেদিকে কোন লক্ষ্য নেই সরকারের। এমনটাই অভিযোগ তুলেন শান্তুনু সাহা। এদিন মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে।