স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ মে : নেশা করার জন্য শ্মশানঘাটের সাধুর কাছে টাকা না পেয়ে পিটিয়ে রক্তাক্ত করলো দুই নেশাখোর। এই ঘটনা তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায়। আক্রান্ত সাধুর নাম দীপক আচার্য। বাড়ি খয়েরপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত শ্মশান ঘাটে দীর্ঘদিন ধরে এক সাধু বাস করে আসছিলেন। শনিবার সকাল নাগাদ দুই উশৃংখল নেশাগ্রস্ত যুবক নেশা সামগ্রী ক্রয় করার জন্য ওই সাধুর কাছ থেকে টাকা আদায় করতে যায়।
কিন্তু সেই সাধুর কাছে টাকা না পেয়ে তার উপর হামলে পড়ে। নেশাগ্রস্ত সেই যুবক বেধরকভাবে সে সাধুকে মারধর করে যার ফলে সেই সাধু মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। স্থানীয়রা সেই দুই যুবকের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছে যার নাম ভজন দেবনাথ, বাড়ি চাকমাঘাট বলে জানা গিয়েছে। পরবর্তী সময় স্থানীয়রা অ্যাম্বুলেন্স দিয়ে সেই সাধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে সেই সাধুর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা গেছে ওই সাধুর নাম দীপক আচার্য্য, তার বাড়ি খয়েরপুর এলাকায়। আজ থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে তিনি সংসারে মায়া ত্যাগ করে সন্যাস ধর্ম গ্ৰহন করেন। তবে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তৎসঙ্গে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে প্রশাসন সেই নেশাগ্রস্ত দুই যুবককে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করার।