Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যসংযুক্ত কিষাণ মোর্চার চাক্কা জ্যাম কর্মসূচি শহরে

সংযুক্ত কিষাণ মোর্চার চাক্কা জ্যাম কর্মসূচি শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : সারা ভারত কৃষক সভা ও চারটি বামপন্থী গণ সংগঠনের আহ্বানে রবিবার সকালে আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় চাক্কা জ্যাম কর্মসূচি সংঘটিত করা হয়। কৃষকদের সাথে প্রতিশ্রুতির খেলাপ কারী মোদি সরকারের বিরুদ্ধে সংযুক্ত কৃষাণ মোর্চা রাজ্য কমিটির চাক্কা জ্যাম কর্মসূচি সংগঠিত করে এদিন।

 স্বাধীনতা সংগ্রামী উধম সিং -এর শহীদান দিবসে সংযুক্ত কিষান মোর্চা রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্য আইন প্রণয়ন, কৃষক আন্দোলনের সময় কৃষকদের উপর যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার করা এবং উত্তর প্রদেশের লখিমপুর খেড়িতে কৃষক ও সাংবাদিক হত্যার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই কর্মসূচি সর্বভারতীয় সংযুক্ত কৃষাণ মোর্চার পক্ষ থেকে নেওয়া হয়। সারা দেশের ন্যায় ত্রিপুরা রাজ্য এই কর্মসূচি সংঘটিত হয়েছে এদিন। উপস্থিত ছিলেন সংযুক্ত কৃষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর। তিনি বলেন, উদোম শিং এর শহীদান দিবস ভারতবর্ষের কাছে অত্যন্ত গর্বের দিন। এই গর্বের দিনকে সামনে রেখে কৃষক আন্দোলন স্মরণ করা হচ্ছে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা দীর্ঘ এক বছরের অধিক সময় রাস্তায় বসেছিল। কৃষকরা সমস্ত হুমকি অবজ্ঞা সহ নরেন্দ্র মোদির সমস্ত কিছু উপেক্ষা করে পাঁচ শতাধিক কৃষক সংগঠন এই লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত এই অহংকারী নরেন্দ্র মোদির সরকারকে মাথানত করে কৃষকদের প্রধান দাবি তিনটি কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু কৃষকদের অন্যান্য মূল দাবি গুলি পালন করে নি সরকার। তারপর সিদ্ধান্ত হয়েছিল কৃষকদের অন্যান্য দাবি নিয়ে কৃষকদের সঙ্ঘবদ্ধ করে আন্দোলন গড়ে তোলা হবে। এরই অঙ্গ হিসেবে গোটা দেশে চাক্কা জ্যাম কর্মসূচি সংঘটিত করা হয় বলে জানান তিনি। এদিন কর্মসূচির পর একটি মিছিল সংঘটিত করা হয় আগরতলা শহরে। মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন সংযুক্ত কৃষাণ মোর্চার রাজ্য স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য