Friday, March 29, 2024
বাড়িরাজ্যটি আই পি এস নতুন কোর্সের সূচনা আগামী শিক্ষাবর্ষে

টি আই পি এস নতুন কোর্সের সূচনা আগামী শিক্ষাবর্ষে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স কলেজে আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন কোর্সের সূচনা হবে। রবিবার কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলন করে বলেন অধ্যক্ষা ড. ছন্দা ব্যানার্জী। তিনি বলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাথে যৌথ উদ্যোগে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল টি আই পি এস।

 বর্তমানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে সাতটি প্যারামেডিকেল ডিগ্রী প্রোগ্রাম ও তিনটি নার্সিং প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করে আসছে কলেজ কর্তৃপক্ষ। নতুন করে আগামী শিক্ষাবর্ষ থেকে পিজি এবং ইউ জি কোর্স শুরু হবে। এ কোর্সের মধ্যে রয়েছে ব্যাচেলার ইন ফুড এন্ড নোট্রিটেশন তিন বছরের কোর্স, মাস্টার অফ ফিজিওথেরাপি দু বছরের কোর্স, মাস্টার ইন মেডিকেল ল্যাবরেটরি সাইন্স দু বছরের কোর্স, মাস্টার ইন হসপিটাল এডমিনিস্ট্রেশন দু বছরের কোর্স,  মাস্টার ইন মেডিকেল রেডিওলজি এন্ড ইমাজিং টেকনোলজি দু বছরের কোর্স, মাস্টার অব অপটোমেট্রি দু বছরের কোর্স রয়েছে। সমস্ত পিজি কোর্স হবে সন্ধ্যাকালীন সিফটে। এবং বিশ্ব বিদ্যালয়ের নিয়ম অনুসারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন কলেজের অধ্যক্ষা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য