স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মার্চ :রবিবার আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ যৌথ অভিযান চালিয়ে এক গাঁজা পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়। আগরতলা রেলস্টেশন থেকে তাকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮,১১০ কেজি শুকনো গাঁজা। ধৃত নেশার কারবারির নাম ইমাম উদ্দিন। বয়স ৫৮। বাড়ি বিহারে চাপড়া জেলায়।
অভিযুক্ত ব্যক্তি গাঁজাগুলি উত্তর প্রদেশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। পুলিশ তাকে গোপন খবরে ভিত্তিতে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে। তার কাছ থেকে আটক হওয়া শুকনো গাঁজার কালোবাজারি মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে জানান জিআরপি থানার ওসি।