স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ এপ্রিল : ত্রিপুরার দামছড়া – খেদাছড়া রোডের মাঝবর্তী কাছারিছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সংগঠিত হয়। সিমেন্ট বোঝাই একটি ১২ চাকার লরি যাওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে এলাকার লোহার সেতু। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান চালক।
এই দুর্ঘটনার ফলে বর্তমানে উভয় দিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। প্রয়োজনে মানুষ হেঁটে পার হচ্ছেন। রোগী, স্কুলপড়ুয়া, সাধারণ যাত্রী সহ সকলে দুর্ভোগের শিকার। একদিকে যাতায়াতের অচলাবস্থা, অন্যদিকে প্রশাসনের নিরবতা স্থানীয়দের মধ্যে ক্ষোভ তুঙ্গে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সেতুটির অবস্থা খারাপ ছিল। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মেরামতের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার উপর এই লোহার সেতু দিয়ে ভারী ট্রাক চলাচল ছিল চূড়ান্ত ঝুঁকিপূর্ণ, শেষ পর্যন্ত আশঙ্কা বাস্তব হল। এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রশাসনের গাফিলতি। এই সেতুটি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর জন্য ভরসার একমাত্র পথ ছিল। কিন্তু সেই পথেই এবার বিপদের ছায়া। ভারী যানবাহনের চলাচলের উপযুক্ত কি ছিল এই সেতু? যদি না-ই ছিল, তবে কেন চলাচল চলছিল এতদিন? কেন ছিল না কোনও সতর্কতা বা নিয়ন্ত্রণ? প্রশ্নের মুখে পড়েছে পূর্ত দপ্তরের ভূমিকা।