স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : লোকসভা নির্বাচন আসন্ন। পাঁচ রাজ্যের ভোট ফলাফল প্রকাশ হওয়ার পরেই শুরু হবে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের কর্মসূচি। ইতিমধ্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করে রাজ্যের দুটি আসনে জয়ী হওয়ায় কৌশল নির্ধারণ শুরু করেছে। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরহিত্যে এক বৈঠকের আয়োজন করা হয়।
বিভিন্ন জেলা ও মন্ডল সভাপতিদের নিয়ে হয় এ দিনের বৈঠক। প্রদেশ সভাপতি জানান, দুর্গাপূজার পর জেলা ও মন্ডল সভাপতিদের নিয়ে এদিনের বৈঠক হয়। বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে সংগঠন কাজ করবে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তিনি আশা ব্যক্ত করেন রাজস্থান এবং মধ্যপ্রদেশে ভাজপা সরকার গঠন করবে। বাকি তিনটি রাজ্যেও বিজেপির ভোটের হার বাড়বে। কারণ ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা রয়েছে। মানুষ দুহাত তুলে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টিকে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য।
তবে ভোট সমীক্ষায় পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে পিছিয়ে রয়েছে বিজেপি। এ নিয়ে দিল্লি চিন্তিত। কারণ ভোট সমীক্ষার মতো যদি ফলাফল হয় তাহলে লোকসভা নির্বাচনে আগে বড় ধাক্কা খাবে দল। সেই ধাক্কা সামলে নিয়ে লোকসভা নির্বাচন লড়াই করা দলের জন্য কঠিন হয়ে পড়তে পারে। এদিনের বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের বিজেপি দলের সমর্থিত কাউন্সিলাররা ছিলেন।