স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : সার্ভিস রাইফেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশ কর্মীর। তিনি বিলোনিয়ায় বিচারকের আবাসনে কর্তব্যরত হাবিলদার ছিলেন। জানা যায়, মৃত হাবিলদারের নাম জয়দীপ দাস। বয়স ৫৯ বছর। বৃহস্পতিবার বিকালে সে নিজের বন্দুক থেকে দুই রাউন্ড গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। গুলির বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে হাবিলদার জয়দীপ দাসের সহ কর্মীরা।
খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা গুরুতর আহত জয়দীপ দাসকে নিয়ে যায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় শান্তির বাজার হাসপাতালে। কিন্তু শান্তিরবাজার হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। যথারীতি জিবি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, আত্মহত্যার চেষ্টার পূর্বে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে একটি বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি নিজের স্ত্রী ও ছেলের নাম নিয়ে সকল বন্ধুদের উদ্দেশ্যে প্রতিবাদ করার আহ্বান জানান। তবে ঠিক কোন বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তা স্পষ্ট নয়।ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।