স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : পূর্বের শত্রুতার জেরে এক দিনমজুর ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টা তুলল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত সর্বং এলাকায়। আহত ব্যক্তির নাম হালাধর দাস। অভিযোগ হালাধর দাসের স্ত্রী তার সন্তান নিয়ে বাপের বাড়িতে বেড়াতে গেলে হালাধর দাসের বাড়ির নির্জনতার সুযোগে পূর্বের শত্রুতার জের ধরে কিছু দুর্বৃত্ত হালাধরের বাড়িতে প্রবেশ করে।
তারপর হালাধরে আগুন ধরিয়ে দিলে হালাধর দাস চিৎকার শুরু করলে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসে। তখন দুষ্কৃকারীরা ঘটনস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা হালাধরের আগুন নেভাতে সক্ষম হয়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে ছুটে আসে হালাধরের স্ত্রী। এবং তড়িঘড়ি তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হালাধর দাস খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ঘটনার বিষয় জানিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানায় হালাধর দাসের স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।