জম্মু, ১৫ জুলাই (হি.স.): ভারত ও চিনের মধ্যে বিবাদ আলোচনার মাধ্যমেই মেটানোর পরামর্শ দিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা। দু’দিনের সফরে কাশ্মীর ও লাদাখ এসেছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। শুক্রবার জম্মু থেকে লেহ রওনা দেন তিনি। বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে লাদাখে চিনের সম্প্রসারণবাদী নীতি নিয়ে প্রশ্ন করেন।
তখনই জবাবে দলাই লামা বলেন, “ভারত ও চিন, দুই জনবসতিপূর্ণ প্রতিবেশীর উচিত আলোচনা এবং শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা। সামরিক শক্তির ব্যবহার সেকেলে।” এদিনই লেহ-তে পৌঁছেছেন দলাই লামা। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।