Sunday, March 16, 2025
বাড়িজাতীয়রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন দেবেন্দ্র ফডণবীস

রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন দেবেন্দ্র ফডণবীস



মুম্বই, ১৫ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। শুক্রবার দাদরে রাজের বাসভবন শিবতীর্থে দুই নেতা ‘রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেছেন বলে এমএনএসের সূত্রে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বৃহন্মুম্বই পুরসভার আসন্ন ভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবসেনার পাশাপাশি এমএনএসের সঙ্গেও সমঝোতার উদ্দেশ্যেই বিজেপির এই উদ্যোগ। পাশাপাশি, মহারাষ্ট্রের নয়া মন্ত্রিসভায় রাজের দলের যোগদানের সম্ভাবনার কথাও উঠে আসছে আলোচনায়। প্রসঙ্গত, এখনও শিন্দে এবং ফডণবীস ছাড়া মহারাষ্ট্র মন্ত্রিসভায় এখনও কোনও মন্ত্রী শপথ নেননি। শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা।

প্রসঙ্গত, সপ্তাহ কয়েক আগে লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল রাজের। তার পর শিন্দেসেনার বিধায়ক সদা সরবণকর তাঁর সঙ্গে দেখা করেন। এর পরেই মরাঠা রাজনীতিতে নয়া সমীকরণের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য