স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুন : ফের চোখ রাঙাচ্ছে করোনা। দেশজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৪ হাজার ছুঁইছুঁই। এর মধ্যে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। তিন রাজ্যেই হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬১ জন। তার মধ্যে দিল্লিতে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ জন। মৃতের সংখ্যা ৪। সরকারি হিসাব বলছে, বর্তমানে কেরলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪৩৫ জন, মহারাষ্ট্রে ৫০৬, দিল্লিতে ৪৮৩, পশ্চিমবঙ্গে ৩৩৯ এবং গুজরাটে ৩৩৮। গত ২৪ ঘণ্টায় কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে মোট তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল রাজীব ভাল বলেন, “দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে, এটি ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট।”
যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসা মহলের একাংশের আশঙ্কা, পুরনো কোভিড বিধি ফিরতে পারে! জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। তবে প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।