স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুন :বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলা শহরের বিভিন্ন শরণার্থী শিবিরে গিয়ে মানুষকে সহযোগিতা করেন তিনি। তাদের হাতে তুলে দেন ত্রান সামগ্রী। এদিন তিনি প্রথমে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বন্যা কবলিত এলাকার পাশাপাশি শরণার্থী শিবির পরিদর্শন করেন। তিনি কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে।
তার সঙ্গে ছিলেন খয়ের পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। এদিন তিনি দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরার মানুষের জন্য তিনি একটি পরিচিতি পেয়েছেন। ত্রিপুরার মানুষের জন্যই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। বর্তমানে তিনি সাংসদ। যার কারণে তিনি সব সময় ত্রিপুরার মানুষদের পাশে থাকবেন।

