Thursday, July 3, 2025
বাড়িজাতীয়আহমেদাবাদ দুর্ঘটনার নেপথ্যে তুর্কির ষড়যন্ত্র! সন্দেহ উসকে দিলেন রামদেব

আহমেদাবাদ দুর্ঘটনার নেপথ্যে তুর্কির ষড়যন্ত্র! সন্দেহ উসকে দিলেন রামদেব

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ জুন : অপারেশন সিঁদুরের পর ভারত শত্রু তুর্কির ষড়যন্ত্রেই কী আহমেদাবাদ বিমান দুর্ঘটনা! মর্মান্তিক সেই দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এরইমাঝে সন্দেহ উসকে দিলেন যোগগুরু বাবা রামদেব। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানালেন, ভারতের সঙ্গে শত্রুতার জেরে তুর্কি এই ঘটনা ঘটায়নিতো! সরকারের উচিত তদন্তে এই বিষয়টিকেও মাথায় রাখা।

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। এই দুর্ঘটনায় যান্ত্রিক গোলযোগ, পাইলটের ভুলের পাশাপাশি সন্ত্রাসবাদের তত্ত্বও সামনে আসতে শুরু করেছে। এই ডামাডোলের মাঝেই শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামদেব বলেন, ‘আমি জেনেছি তুর্কির একাধিক সংস্থা রক্ষণাবেক্ষণের কাজ করে। সেই সুবাদে ভারতের সঙ্গে শত্রুতার জায়গা থেকে ওদের তরফে ষড়যন্ত্রের তত্ত্বও এড়িয়ে দেওয়া যায় না। ফলে বিমান দুর্ঘটনার পিছনে এই বিষয়টিও মাথায় রাখা উচিত। অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের উচিত আরও বেশি নজরদারি চালানো। রক্ষণাবেক্ষণের নামে ষড়যন্ত্রের বিষয়টিও এড়িয়ে যাওয়া যায় না।’ রামদেব আরও বলেন, ভারতের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ক্ষেত্রে বিদেশিদের হস্তক্ষেপ শূন্যে নামিয়ে আনা উচিত সরকারের।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে পাক মদতে জঙ্গি হামলা ও ২৬ জনের মৃত্যুর ঘটনায় অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের আঁতুড়ঘর। সেই ঘটনার পর ভারতের মাটিতে পালটা হামলা চালাতে শুরু করে পাকিস্তান। সেখানে পাকিস্তানের সহায় হয় তুর্কি। জানা যায়, ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্যের পাশাপাশি ইসলামাবাদে সেনাও পাঠায় তারা। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তার স্বার্থে একাধিক পদক্ষেপ নেয় ভারত। দেশের বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকা তুর্কির সংস্থাগুলিকে সরিয়ে দেওয়া হয়। এইসবের মাঝেই মর্মান্তিক আহমেদাবাদে বিমান দুর্ঘটনা তুর্কিযোগ থাকার সম্ভাবনা উসকে দিলেন রামদেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!