স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুলাই :জল্পনার অবসান। বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে রাজভবনে শপথ গ্রহণ করলেন বিধায়ক কিশোর বর্মন। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের দু-বছর পর মন্ত্রিসভার সম্প্রসারণ হয় বৃহস্পতিবার। এদিন দুপুরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নলছড়ের বিধায়ক কিশোর বর্মনকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং সাংসদ রাজীব ভট্টাচার্য ও সংসদ কৃতী দেববর্মন উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে. কে সিনহা প্রশাসনিক আধিকারিক সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব। কিশোর বর্মণের শপথ গ্রহণকে কেন্দ্র করে এইদিন রাজ ভবনে বসে চাঁদের হাট।
কিন্তু শপথ গ্রহণের পর মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা ছাড়া বাকি সমস্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফটো সেশন হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নয়া মন্ত্রী কিশোর বর্মনকে স্বাগত জানিয়ে বলেন, কিশোর বর্মনকে নিয়ে মন্ত্রিসভার সদস্যের ১২ পদ পূরণ হয়েছে। বর্তমান সরকার যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে এগিয়ে যাচ্ছে তার ভাগিদার কিশোর বর্মন হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন রাজ্যের পরিস্থিতি বিভিন্ন রকম। সময় হলে প্রদেশ বিজেপি -র সভাপতি পদ পূরণ হবে। অর্থাৎ প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী।
মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর মন্ত্রী কিশোর বর্মণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান দল যখন যেই দায়িত্ব ওনাকে দিয়েছে, তিনি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আগামী দিনেও তা করবেন। মন্ত্রী হওয়ার ফলে ওনার নতুন অধ্যায়ের সুচনা হয়েছে বলে জানান তিনি।কিশোর বর্মণ এইদিন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেও দপ্তর এখনো বণ্টন করা হয় নি। সহসাই দপ্তর বণ্টন করা হবে বলে খবর।