স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ জুলাই : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আত্মঘাতী হলেন একই পরিবারের চারজন! ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেড় এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার বাড়ি লাগোয়া একটি জলাশয় থেকে শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২), তাঁদের দুই সন্তান বজরং (৯) এবং রামদেব (৮)- এর দেহ উদ্ধার হয়।
শিবলালের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই নোটে তাঁদের মৃত্যুর জন্য তিনজনকে দায়ী করা হয়েছে। পুলিশের অনুমান, ওই নোটটি শিবলালের হাতে লেখা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পরিবারে সকলকে সঙ্গে নিয়ে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন শিবলাল সেই কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে মৃত্যুর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছোট ছেলে রামদেবকে সুন্দর করে সাজিয়েছিলেন কবিতা। সেই সময়ের একটি ছবিও পুলিশের হাতে এসেছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, রামদেবকে মেয়েদের জামা পরিয়েছেন তাঁর মা। মাথায় ওড়না, দু’চোখে কাজলও পরিয়েছেন। নিজের সমস্ত গয়না পরিয়েছেন ছেলেকে। এরপর মঙ্গলবার রাতেই চারজন মিলে ওই জলাশয়ে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, একটি আলাদা বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন শিবলাল। কিন্তু তাতে তাঁর মা ও ছোট ভাইয়ের আপত্তি ছিল। এদিকে উদ্ধার হওয়া নোটে যে মৃত্যুর জন্য যে তিনজনকে দায়ী করা হয়েছে তার মধ্যে শিবলালের মা ও ছোট ভাইয়ের নাম রয়েছে। যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি বলেই জানা গিয়েছে। যেদিন শিবলাল, তাঁর স্ত্রী ও দুই পুত্র আত্মঘাতী হন সেদিন বাড়িতে কেউ ছিল না বলে জানা গিয়েছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিবলাল এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে অনেকটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে।