স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুলাই :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। গোটা দেশজুড়ে এক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যেও কংগ্রেস মানুষের কাছে যাচ্ছে। বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বেটার বন এলাকায় বাড়ি বাড়ি যান বিধায়ক সুদীপ রায় বর্মন। মন কি বাত নিয়ে লিফলেট বিতরণ করেন মানুষের মধ্যে। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মনের কথা দেশবাসীকে শোনান, কিন্তু মানুষের মনের কথা তিনি শুনতে চান না।
মানুষের যে মনের যন্ত্রণা, যেমন দেশজুড়ে গণতন্ত্রকে যে কন্ঠরোধ করে রাখা হয়েছে সেই বিষয়ে তিনি কোন কথাই শুনতে চাইছেন না। দেশের যুবক, কৃষক, শ্রমিক সব কংসের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে দারুন ভাবে বিপর্যস্ত। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। দেশের গরীব মানুষদের কথা চিন্তা করেন না। এই সরকার শুধুমাত্র বড়লোকদের স্বার্থ রক্ষা করে চলছে। মানুষের এই অব্যক্ত যন্ত্রণার কথাগুলো নিয়ে মানুষের সাথে কথা বলে একটি লিফলেট তৈরি করা হয়েছে। তারপর এই লিফলেট গুলি মানুষের কাছে বিতরণ করা হচ্ছে। মানুষের কাছ থেকে দারুন ভাবে সাড়া পাওয়া যাচ্ছে। শুধু তাই না মানুষের মধ্যে যে যন্ত্রনা রয়েছে তার আচ পাওয়া যাচ্ছে। মানুষ আর বিজেপি-র সাথে নেই।
ভয় ভীতি এবং ফ্যাসিবাদী মনোভাবের কারণে মানুষ কংগ্রেসের সঙ্গে আসছে না। কিন্তু মানুষ কংগ্রেসকে চায়। সারা দেশেও মানুষ সব অংশের মানুষের স্বার্থে কংগ্রেসকে বিকল্প হিসেবে চায় বলে জানান এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন। অপরদিকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ধলেশ্বর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। গত ১১ বছরের ‘মন কি বাত’ -এর বিভিন্ন পর্বে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এস.টি, এস.সি, ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার কথা শোনা যায় নি। এগুলো নিয়ে মানুষকে সজাগ করার জন্য লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি আগামী দিন জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানান কংগ্রেস নেতৃত্ব তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়।