স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ জুন : ঝাড়খণ্ডে ফের মাওবাদীদের দৌরাত্ম্য। তাদের বিছানো আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জঙ্গলে মাটির নিচে বোমা পুঁতে রেখেছিল মাওবাদীরা। অভিযান চলাকালীন ভুলবশত সেখানে পা রাখতেই ঘটে যায় অঘটন। শহিদ জওয়ানের নাম সত্যবান কুমার সিং। তাঁর বয়স ৩৪ বছর।