Monday, August 11, 2025
বাড়িজাতীয়ভারী বৃষ্টিতে ধস নামল উত্তরাখণ্ডের সোনপ্রয়াগের কাছে!

ভারী বৃষ্টিতে ধস নামল উত্তরাখণ্ডের সোনপ্রয়াগের কাছে!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ জুলাই : ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। সোনপ্রয়াগের কাছে মানকাটিয়াতেও ধস নেমেছে। তার জেরে বৃহস্পতিবার সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রা কবে চালু হবে, তা জানায়নি প্রশাসন।

পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে পাহাড় থেকে বোল্ডার খসে পড়েছে মানকাটিয়ার রাস্তায়। স্তূপাকার হয়ে রয়েছে সেখানে। ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গৌরীকুণ্ড থেকে ফেরার পথে অনেক দর্শনার্থী আটকে পড়েন রাস্তায়। তাঁদের দ্রুত উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সংবাদ সংস্থা পিটিআইকে উত্তরাখণ্ড সরকারের এক আধিকারিক জানিয়েছেন, আটকে পড়া ওই দর্শনার্থীদের উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে আসা হয়েছে। এ সবের মাঝেই বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা।

ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, আগামী ৮ জুলাই পর্যন্ত উত্তর এবং পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থানের পূর্বাংশ। ৬ জুলাই পর্যন্ত উত্তরপ্রদেশের পূর্ব অংশের কয়েক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পঞ্জাব এবং উত্তরপ্রদেশের পশ্চিমের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে ৫ থেকে ৮ জুলাই। বৃষ্টির পাশাপাশি ওই এলাকায় ঝড়েরও পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষার কথা ভেবে আপাতত বন্ধ রাখা হল কেদারনাথ যাত্রা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!