Tuesday, July 15, 2025
বাড়িজাতীয়ফের ‘লাল সন্ত্রাসে’ রক্তাক্ত ছত্তিশগড়, মাওবাদীদের হাতে ‘খুন’ নিরীহ গ্রামবাসী

ফের ‘লাল সন্ত্রাসে’ রক্তাক্ত ছত্তিশগড়, মাওবাদীদের হাতে ‘খুন’ নিরীহ গ্রামবাসী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ জুলাই : মাও-দমন অভিযানের মাঝেই ফের রক্তাক্ত ছত্তিশগড়। পুলিশের চর সন্দেহে এক নিরীহ গ্রামবাসীকে খুনের অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বিজাপুর জেলার পেরামপাল্লি গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় একদল মাওবাদী। অভিযোগ, পুলিশের চর সন্দেহে এক গ্রামবাসীকে কুপিয়ে খুন করে তারা। মৃতের নাম কাওয়াসি হুঙ্গা। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মাওবাদীরা সাধারণ পোশাকে এসেছিল। ফলে তাদের চিনতে পারেননি গ্রামবাসীরা। বিজাপুর পুলিশের এক আধিকারিক বলেন, “মাওবাদীরা কাপুরুষোচিত আচরণ করেছে। কোনও কারণ ছাড়াই গ্রামবাসীদের উপর হামলা করা হয়েছে। ঘটনায় আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।”

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অনুমান করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীর লাগাতার হামলার মুখে পড়ে পালটা গ্রামবাসীদের নিশানা করছে মাওবাদীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য