Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়সিপিএম কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বাংলার তিন, পলিটব্যুরো থেকে বিদায় বিমান বসুর

সিপিএম কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বাংলার তিন, পলিটব্যুরো থেকে বিদায় বিমান বসুর

কান্নুর, ১০ এপ্রিল (হি. স.) : সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বাংলার তিন নতুন মুখ। নতুন সদস্যরা হলেন দেবলীনা হেমব্রম, শমীক লাহিড়ী এবং সুমিত দে। রবিবার কেরলের কান্নুরে ২৩ তম পার্টি কংগ্রেসের শেষদিনে এই তিনজনের নাম ঘোষণা করল সিপিআইএম। বাদ পড়েছেন বিমান বসু, নৃপেন চৌধুরী, মিনতি ঘোষ, মৃদুল দে। বিমান বসুর জায়গায় এলেন রামচন্দ্র ডোম। তিনি বীরভূমের নেতা দীর্ঘদিন সাংসদ ছিলেন। পরে তাঁকে রাজ্য সম্পাদকমণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল। এবার তাঁকে নেওয়া হল পলিটব্যুরোতে।

আগে বাংলা থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন ১৪ জন। এবার সদস্য সংখ্যা কমে দাঁড়াল ১২ জন। কেরল, তেলেঙ্গানা ও তামিলনাড়ু থেকে বাড়ানো হল কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা। ফলে দক্ষিণের দাপট বাড়ল সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে। নতুন যে সদস্যরা বাংলা থেকে জায়গা করে নিলেন তাঁদের মধ্যে দুজনই দুই জেলার সম্পাদক। শমীক লাহিড়ী দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক এবং সুমিত দে নদিয়ার। কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ায় এঁদের জেলা সম্পাদকের পদ ছাড়তে হবে। কারণ, সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, কোনও সদস্য সর্বোচ্চ দুটি কমিটিতে থাকতে পারেন। এছাড়া বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির নতুন প্রতিনিধি হলেন লড়াকু মহিলা নেত্রী দেবলীনা হেমব্রম।

অন্যদিকে, বয়সের কারণে পলিটব্যুরোর সদস্যপদ ছাড়তে হল বর্ষীয়ান নেতা বিমান বসুকে। তবে আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন তিনি। তাঁর জায়গায় এলেন বীরভূমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। ১৭ জনের পলিটব্যুরো থেকে বাদ পড়লেন কৃষক নেতা হান্নান মোল্লাও। তাঁর জায়গায় ঢুকলেন অশোক ধাওয়ালে। এদিন কেরলের কান্নুরে পার্টি কংগ্রেসের শেষদিন নতুন সদস্যদের নাম ঘোষণা করা হল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য