দেহরাদুন, ১০ এপ্রিল (হি.স.) : চৈত্র নবরাত্রির আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর বাসভবনে রাম নবমী উপলক্ষে ‘কন্যা পুজন’ করেন। রাম নবমী উপলক্ষে ধামিও জনগণকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।
চৈত্র নবরাত্রির উদযাপনের মধ্যে রয়েছে দেবী দুর্গা এবং তার নয়টি রূপের পূজা। এই সময়কালে ভক্তরা দেবী দুর্গার কাছে তাদের প্রার্থনা করে এবং নয় দিন উপবাস পালন করে।চৈত্র নবরাত্রির নবম দিনটি রাম নবমী বা ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয়। এই শুভ দিনে নয়টি কন্যাকে দেবী দুর্গার নয়টি রূপে পূজা করা হয় এবং উপহার এবং ‘প্রসাদ’ বিতরণ করা হয়।