Monday, February 17, 2025
বাড়িজাতীয়ভারত-পাকিস্তান সীমান্ত ভিউয়িং পয়েন্টে ৫ লক্ষ কর্মসংস্থান তৈরির বিষয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ

ভারত-পাকিস্তান সীমান্ত ভিউয়িং পয়েন্টে ৫ লক্ষ কর্মসংস্থান তৈরির বিষয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ

বানাসকান্থা (গুজরাট), ১০ এপ্রিল (হি.স.) : ভারত-পাকিস্তান সীমান্ত ভিউয়িং পয়েন্টে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ভিউয়িং পয়েন্টের উদ্বোধনের পরে অমিত শাহ বলেন, পর্যটনের বৃদ্ধি গুজরাটের বানাসকান্থা জেলার নাদা বেটের লোকেদের জন্য কমপক্ষে পাঁচ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। আগামী ১০ বছরে জেলায় প্রচুর কর্মসংস্থান হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টিভঙ্গির উন্নয়নে সরকারের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই ভিউয়িং পয়েন্ট জনগণকে সীমান্ত রক্ষাকারী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করতে সক্ষম করবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে এবং সীমান্ত ব্যবস্থাপনার কাজটি কীভাবে করা হয় তা বুঝতে সুবিধা হবে। প্রধানমন্ত্রী মোদী সীমান্তের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক উদ্যোগ নিয়েছেন বলেও তিনি জানান।সীমান্ত পর্যটনের সুবিধার কথা উল্লেখ করে শাহ বলেন, এটি জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং সীমান্তের গ্রামগুলিতে উন্নয়ন করতে সক্ষম করবে।স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ-র বীরত্বেরও প্রশংসা করে বলেন, আধাসামরিক বাহিনী সীমান্ত রক্ষায় দৃষ্টান্তমূলক সাহস দেখিয়েছে। একটি মহাবীর চক্র, ৪টি কীর্তি চক্র, ১৩টি বীর চক্র, ১৩টি শৌর্য চক্রে পুরস্কারে ভূষিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য