Saturday, February 15, 2025
বাড়িরাজ্যতিপরাল্যান্ড এবং গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থন করে না বিজেপি : মানিক

তিপরাল্যান্ড এবং গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থন করে না বিজেপি : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : রাজ্য সভার সাংসদ হিসাবে শপথ গ্রহণের পর রবিবার রাজ্যে ফিরে ডাঃ মানিক সাহা স্পষ্ট বলে দিলেন তিপরাল্যান্ড এবং গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থন করে না ভারতীয় জনতা পার্টি। জনজাতির মান উন্নয়নের জন্য কাজ করছে ভারতীয় জনতা পার্টি। এদিন সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে এ কথা বলেন তিনি।

 তিনি বলেন, ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের কার্যক্রম সম্পর্কে অবগত করান তিনি। ১১ এপ্রিল থেকে রাজ্যব্যাপী সামাজিক ন্যায় পাখোয়ারা কার্যক্রম চলবে। একই দিনে আয়ুষ্মান ভারতের লাভ্যার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করা হবে। কার্যকরতারা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র গুলিতে গিয়ে ফল বিতরণ করবেন। করা হবে স্বচ্ছ ভারত অভিযান। প্রদেশ, জেলা, রাজ্য ও মণ্ডলের নেতৃত্ব এতে অংশ নেবেন। ২০ টি জন ঔসুধী কেন্দ্র পরিদর্শন করে বিস্তারিত তথ্য নেবেন। যারা জন ঔসুধী ব্যবহার করেন তাদের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করবেন। এদিন পালন করা হবে জ্যোতিভা ফুলে ও তাঁর স্ত্রী সাবিত্রী ভাই দিবস। তারা দুজনে সমাজের জন্য বিশেষ অবদান রেখে গেছেন। দলিত অধ্যুসিত স্কুল গুলিতে গিয়ে পড়ুয়াদের সামগ্রী ও ফল বিতরণ করবে কার্যকরতারা। এস সি মোর্চার উদ্যোগে চলবে বিশেষ কার্যক্রম। ১২ এপ্রিল আবাস যোজনায় লাভ্যার্থীদের গৃহপ্রবেশ হবে। জন সংযোগ করে একটি এল ই ডি বাল্ব ও চারা তুলে দেওয়া হবে। জল জীবন মিশনে যারা জলের সংযোগ পেয়েছেন তাদের বাড়িতে নল পূজা হবে। দেওয়া হবে মাটির পাত্র। প্রত্যেক টিকাকরণ কেন্দ্রে গিয়ে সাংসদ ও বিধায়ক এবং মন্ত্রীরা  গিয়ে তথ্য সম্পর্কিত একটি বেনার প্রকাশ করবেন। ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার লাভ্যার্থীদের নিয়ে জন সভা করা হবে। একই দিনে গরীব কল্যাণ অন্ন যোজনার লাভ্যার্থীদের নিয়ে হবে ধন্যবাদ সমাবেশ।

১৪ এপ্রিল ডাঃ বি আর আম্বেদকরের জন্ম দিন পালন করা হবে সমস্ত বুথে। মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। ১৫ এপ্রিল জন জাতি কল্যাণে কার্যক্রম নেওয়া হয়েছে। ১৬ এপ্রিল হবে অসংগঠিত শ্রমিক দের নিয়ে সম্মেলন করা হবে। ১৭ এপ্রিল হবে জনধন যোজনার উপর আলোচনা সভা। তুলে ধরা হবে সরকারের উদ্যোগ গুলি। ১৮ এপ্রিল স্বচ্ছ ভারত মিশন প্রকল্প থেকে সাফাই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন, স্বচ্ছ ভারত অভিযান করা হবে। ১৯ এপ্রিল হবে পোষণ অভিযান। ২০ এপ্রিল আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো হবে। সারা দেশ ব্যাপী এই কার্যক্রম নেওয়া হয়েছে। পিছিয়ে পড়া ব্লক গুলিতে গিয়ে প্রবাস করবেন সাংসদ তথা প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা ও উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী অজয় জাম্বল। কেন্দ্র ও রাজ্য সরকারের যোজনা গুলি সম্পর্কে অবহত হতেই এই প্রবাস। এই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য