আগরতলা। ৩ অক্টোবর।
আসন্ন শারদ উৎসবের পর ঘোষণা করা হতে চলেছে পুর নির্বাচন। তাই ইতিমধ্যে সব রাজনৈতিক দল সাংগঠনিক দিক সাজিয়ে তুলতে চলেছে। পুর নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়া বীরজিৎ সিনহা নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলতে রণকৌশন তৈরি করেছে। রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় বৈঠক সংঘটিত করে প্রদেশ কংগ্রেস। বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন তিনি সভাপতি পদ গ্রহণ করে এদিন প্রথমবার বৈঠকে বসেছেন। বৈঠকে আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন সমস্যার নিয়ে কংগ্রেসের কর্মী-সমর্থকদের সাথে আলোচনা করা হয়। এবং আগরতলা পুর নিগমে মানুষের কি সমস্যা রয়েছে সেই বিষয়ে অবগত হয়েছেন। এবং এর উপর একটি দাবি সনদ তৈরি করা হবে। মানুষ যেহেতু সরকারকে কর দিয়ে সুবিধা পাচ্ছে না তাই আন্দোলনের নামা ছাড়া আর কোন পথ নেই। মানুষের সুবিধাগুলি মানুষ ফিরে পাওয়ার জন্য সদর এলাকায় ১৪ টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ডে বিজেপি সাথে মোকাবিলা করা হবে বলে জানান তিনি। এবং আগামী নির্বাচনে কিভাবে দল লড়াই করবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বীরজিৎ সিনহা। এদিন বৈঠকে ব্লক কংগ্রেসের সভাপতিরা উপস্থিত ছিলেন।
সূর্য্য তোরন ক্লাবের রক্ত দান শিবির
আগরতলা। ৩ অক্টোবর। রামনগর সূর্য্য তোরন ক্লাবের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উপস্থিত ছিলেন সমাজসেবী পাপিয়া দত্ত। তিনি বলেন দান করার এমনেতেই মহৎ কাজ। রক্তদান করা তো অত্যন্ত মহৎ কাজ হবেই। রক্তদান মহৎ দান, কারণ রক্তের মাধ্যমে একজন মুমূর্ষ রোগীর মধ্যে পানের নতুন সঞ্চার হয়। আর ক্লাব কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। আগমনীর আগমনের আগে এ ধরনের রক্তদান অত্যন্ত প্রয়োজন। দুর্গাপূজার সময় বহু দুর্ঘটনা ঘটে। সেসব রোগীদের রক্তের প্রয়োজন হলে রক্ত কাজে আসবে। তাই অন্যান্য ক্লাব যাতে পিছিয়ে না থেকে রক্তদান শিবিরে এগিয়ে আসে। তার জন্য আহ্বান জানান তিনি। রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।