স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী সেবা এবং সমর্পণ দিবস পালন করা হচ্ছে। আর সেবা এবং সমর্পন দিবসকে সামনে রেখে সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককের উপস্থিতিতে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনি এলাকায় প্রদেশ বিজেপি তপশিলি জাতি মোর্চা পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্দেশ্যে চিঠি প্রদান করে শুভেচ্ছা জানানো হয়। এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয় কর্মীদের পক্ষ থেকে। পরবর্তী সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সেবা এবং সমর্পণ দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিব কল্যাণ যোজনা মাধ্যমে সমস্ত গরিব পরিবারের জন্য খাদ্যশস্য এবং প্রত্যেক ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার হচ্ছে। পাশাপাশি সারা দেশের মধ্যে ত্রিপুরায় কোভিড টিকাকরণে শীর্ষস্থানে রয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পোস্ট কার্ডের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে বলে জানান প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি’র সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন প্রধানমন্ত্রীকে পোস্টার কার্ড প্রদান করাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।