Saturday, April 20, 2024
বাড়িশীর্ষ সংবাদঅনুষ্ঠিত হলো টিআরবিটি পরীক্ষা

অনুষ্ঠিত হলো টিআরবিটি পরীক্ষা

আগরতলা। ৩ অক্টোবর।


টি আর বি টি পরিচালিত টেট পেপার-টু পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন দুপুর ১২ টা থেকে শুরু হয় পরিক্ষা গ্রহণ। পরিক্ষা শেষ হৎ দুপুর ২ টা ৩০ মিনিতে। সমগ্র রাজ্যে ৬৩ টি পরিক্ষা কেন্দ্রে টেট পেপার-টু পরিক্ষায় বসবে ১৫ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৩৯ জন। অর্থাৎ ৯২ শতাংশের অধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসে। ধলাই জেলায় ৭ টি পরিক্ষা কেন্দ্রে। গোমতি জেলায় ৬ টি পরিক্ষা কেন্দ্র। খোয়াই জেলায় ৯ টি পরিক্ষা কেন্দ্র। উত্তর জেলায় ৬ টি পরিক্ষা কেন্দ্র। সিপাহীজলা জেলায় ৯ টি পরিক্ষা কেন্দ্র। দক্ষিন জেলায় ৯ টি পরিক্ষা কেন্দ্রে। ঊনকোটি জেলায় ৫ টি পরিক্ষা কেন্দ্র এবং পশ্চিম জেলায় ১২ টি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষা সংঘটিত হয়। রবিবার টেট পেপার-টু -এর পরিক্ষা গ্রহণের পর ৮ কিংবা ৯ অক্টোবর টেট পেপার-১ ও টেট পেপার-টু -র সম্ভাব্য উত্তর প্রকাশ করা হবে। সেই উত্তর নিয়ে কারো কোন মতামত থাকলে তা নিয়ে পরবর্তী সময় শিক্ষাবিদদের সাথে আলোচনা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে দপ্তর সূত্রে। তবে দিন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কোভিড বিধি মেনে থার্মাল স্ক্যানিং এবং সেনিটাইজার ব্যবহারের পর পরিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য