স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর
গত ৮ সেপ্টেম্বর আগরতলা শহরে শাসক দলের মিছিল থেকে লংকার কান্ড সংঘটিত হয়। মেলার মাঠে বিরোধী দলের দুটি দলীয় অফিস এবং সংবাদমাধ্যমের অফিসের উপর আক্রমণ নামিয়ে আনে দুর্বৃত্তরা। সাধারণ মানুষকে মারধোর করে, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় দলীয় অফিস থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর।
এবং ভাঙচুর করা হয় প্রতিবাদী কলম পত্রিকা অফিস এবং দেশের কথা পত্রিকা অফিস। আদালত মামলাটি গেলে আদালত বুঝতে পারে শাসক দলের নেতৃত্ব হওয়ায় পুলিশ বিষয়টি নিয়ে ধাপাচাপা দিতে চাইছে। আদালত পুলিশের ক্রাইম ব্রাঞ্চ’কে নির্দেশ দেয় যাতে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তর নাম রঘুনাথ লোধ। ৪ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত রঘুনাথ লোধকে রবিবার আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী অফিসার। বিচারপতি এইদিন সরকার পক্ষ ও অভিযুক্তের পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্তকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন। আগামী ৫ অক্টোবর অভিযুক্ত রঘুনাথ লোধকে পুনরায় আদালতে তোলা হবে। আদালতের এই নির্দেশের কথা জানান সরকার পক্ষের আইনজীবী খোকন দেবনাথ। কিন্তু শুধু রঘু লোধ সেদিনের ঘটনায় জড়িত তেমন নয়, এর পেছনে আরও বেশ কয়েকজন নেতৃত্ব জড়িত রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ সেসব শীর্ষ নেতৃত্বদের গ্রেফতার করতে কি ব্যবস্থা গ্রহণ করে।