স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে সারাদেশে সরব হয়েছে কংগ্রেস। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আওয়াজ তুলছে।
বৃহস্পতিবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ। তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ৫ জুলাই সারাদেশে আবার রান্নার গ্যাসের সিলিন্ডারে মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে আঁকার ছোঁয়া মূল্য। তাই এই বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। কারণ মানুষ এ রান্নার গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাই প্রতিবাদে সকলকে এগিয়ে আসতে হবে বলছ আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারকে এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন যদি রান্নায় গ্যাসের মূল্য হ্রাস করার উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে মহিলা কংগ্রেস গোটা দেশে বৃহত্তর আন্দোলনে নামবে।