Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যত্রিপুরার যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে, লক্ষাধিক টাকা হাতিয়ে করিমগঞ্জে ধৃত বিবাহিত আব্দুল্লা

ত্রিপুরার যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে, লক্ষাধিক টাকা হাতিয়ে করিমগঞ্জে ধৃত বিবাহিত আব্দুল্লা


করিমগঞ্জ (অসম), ৭ জুলাই (হি.স.) : বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর সঙ্গে প্রতারণা করে করিমগঞ্জে ধৃত এক বিবাহিত যুবক। এই ঘটনায় বেশ চাঞ্চল্যেৃর সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতাবাড়ির ঘোলছড়া গ্রামের এমজি আব্দুল্লা নামের এক যুবক প্রতিবেশী রাজ্যব ত্রিপুরার এক যুবতীর সঙ্গে প্রেমের জাল পাতে। প্রেমের পাতা জালে ফাঁসিয়ে অবাঙালি ওই যুবতীর কাছ থেকে ধৃত যুবক কুড়ি লক্ষ টাকা নাকি হাতিয়ে নিয়েছে।

অভিযোগ, বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে যুবতীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেনি ধৃত এমজি আব্দুল্লা। এই পরিস্থিতিতে ত্রিপুরা থেকে করিমগঞ্জ এসে সদর থানার পুলিশের সাহায্য চান প্রতারিতা যুবতী। পুলিশ যুবতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুল্লাকে আটক করে।

যুবতীটি সংবাদ মাধ্যমকে জানান, ঘোলছড়ার আব্দুল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আর তাকে বিশ্বাস করে ওই বিশাল অঙ্কের টাকা তার হাতে তুলে দিয়েছেন তিনি। আব্দুল্লাকে নিয়ে সুখে শান্তিতে ঘর বাঁধার আশা নিয়েই বিশাল পরিমাণ অর্থ নির্দ্বিধায় তাঁর হাতে তুলে দিয়েছিলেন। যুবতী বলেন, প্রথম থেকেই যে তিনি প্রতারণার শিকার হয়ে আসছেন সেটা অনেক দেরিতে বুঝতে পারেন। তিনি জানান, প্রেমিক আব্দুল্লা যে বিবাহিত সে বিষয়েও তিনি অজ্ঞাত ছিলেন। প্রেমের ফাঁদ পেতে তার সরলতার সুযোগ নিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নেয় সে।

যুবতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার আব্দুল্লাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে। আইবি ডিএসপি স্বয়ং বিষয়টির তদন্তে নামেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লা পুলিশকে জানিয়েছে, সে মাত্র এক লক্ষ টাকা নিয়েছে। কুড়ি লক্ষের কথাটা সম্পূর্ণ মিথ্যা। সত্যি সত্যিই কি আব্দুল্লা বহিঃরাজ্যের যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? পুলিশি নিরপেক্ষ তদন্তে‌র মাধ্যমেই প্রকৃত সত্য ঘটনা উদঘাটন হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য