স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ জুলাই : হিংসার আগুন নিভছে না আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয়। এবার দেশটির পূর্বাঞ্চলে এক গির্জায় নৃশংস হামলা চালাল ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সমর্থক বিদ্রোহী দল এডিএফ। তাদের হামলায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার শেষরাতে কোমান্ডা শহরের ইতুরি প্রদেশে এই হামলা চালানো হয়। এলোপাথাড়ি গুলির পাশাপাশি অসংখ্য বাড়ি ও দোকানে আগুন জ্বালায় আততায়ীরা।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই অঞ্চলে মানবাধিকারের পক্ষে আন্দোলনকারী নেতা ক্রিস্টোফে মুনিয়ান্দেরু বলেন, ‘আততায়ীদের হামলার লক্ষ্য ছিলেন শুধুমাত্র খ্রিস্টানরা। যারা শনিবার রাতে ওই ক্যাথেলিক গির্জায় ছিলেন।’ স্থানীয় সংবাদমাধ্যম রেডিও ওকাপি জানিয়েছে, ‘এই হামলার জেরে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অন্তত ২০ জনকে ধারালো অস্ত্রের কোপে খুন করা হয়। বাকিদের জীবন্ত পুড়িয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।’ ইতুরিতে অবস্থিত সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনগোঙ্গো বলেন, “রবিবার সকালে এই হামলার কথা জানতে পারি আমরা। আততায়ীরা মূলত ধারালো অস্ত্র হাতে সাধারণ মানুষকে কুপিয়ে হত্যা করে। এছাড়া বহু দোকান ও বাড়িতে আগুন লাগানো হয়েছে।”
উল্লেখ্য, ডিআর কঙ্গোতে এই ধরনের নৃশংস হামলা এই প্রথমবার নয়। চলতি মাসের শুরুতে, এই হামলাকারী দলটি ইতুরিতে কয়েক ডজন মানুষকে হত্যা করে। সেই ঘটনায় মুখ খুলেছিল খোদ রাষ্ট্রসংঘ। ওই হামলাকে ‘রক্তাক্ত সংঘর্ষ’ বলে উল্লেখ করেন রাষ্ট্রসংঘের এক মুখপাত্র। ইসলামিক স্টেট মতাদর্শে বিশ্বাসী ADF হল উগান্ডা এবং কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলের একটি বিদ্রোহী গোষ্ঠী। যারা বারবার ওই অঞ্চলের অমুসলিমদের উপর নৃশংস আক্রমণ চালায়। ১৯৯০ এর দশকে উগান্ডাতে এই সংগঠন গঠিত হয়। ২০০২ সালে উগান্ডা সেনার তাড়া খেয়ে এরা উগান্ডা ও কঙ্গোর সীমান্তে গাড়ে। সেখান থেকেই চালাতে থাকে নরসংহার। ২০১৯ সালে নিজেদের ইসলামিক স্টেটের অংশ হিসেবে ঘোষণা করে এই বিদ্রোহী দলটি। এদের উদ্দেশ্য পূর্ব আফ্রিকার এই দেশে ADF-এর নেতৃত্ব ইসলামিক সরকার গঠন।