স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : আগামী বিধানসভা নির্বাচনের আগে কীভাবে রাজ্যের মানুষের আশা-আশঙ্কা পূরণ করা যায় সেদিকেই গুরুত্ব দিয়ে সিপিআইএম কাজ করবে। চারটি কেন্দ্রে বামফ্রন্টের বড় পরাজয়ের পর এমনটাই জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, উপনির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে কোন মিতালী হয়নি।
কিন্তু মানুষের তীব্র আকাঙ্ক্ষা বিজেপি’কে পরাস্ত করতে চায়। বামফ্রন্ট চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে ভোটারদের কিভাবে বামফ্রন্টের পক্ষে টানা যায়। কিন্তু গত সাড়ে চার বছরে সময় যে প্রত্যাশা জনক ফলাফল বিজেপি’র হওয়ার কথা তা উপনির্বাচনে হয়নি। আর হওয়ার কথাও নয়। তাই এই জায়গায় দাঁড়িয়ে অন্য কোন দলকে ভোট দেওয়ার কোনো রকম সিদ্ধান্ত হয়নি বামফ্রন্টের। সিদ্ধান্ত জানিয়েছে মানুষ। তাই এখন বিজেপি এখন নিজেদের ব্যর্থতার ঢাকবার জন্য নানা কথাই বলতে পারে। কিন্তু এর উপর বাস্তব কোনো ভিত্তি নেই বলে জানান জিতেন্দ্র চৌধুরী। চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনটিতে জয়লাভ করেছে বিজেপি। এই জয়লাভ বিজেপি হজম করতে পারছে না। তাই গোটা রাজ্য জুড়ে বিরোধী দলের উপর সন্ত্রাস শুরু করেছে বলে জানান তিনি।