স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : উপনির্বাচনের ফলাফল ঘোষনা হতেই রাজ্য জুড়ে শুরু তীব্র রাজনৈতিক সন্ত্রাস। খোয়াইয়ে পুড়লো কংগ্রেস ভবন। ভাঙা হলো বিধায়ক বৃষকেতু দেবর্বমার গাড়ি। জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিট নাগাদ রাজনৈতিক ছত্রছায়ায় লালিত শতাধিক দুষ্কৃতীকারী স্লোগান তুলে খোয়াই কংগ্রেস ভবনে হামলা চালায়।
যদিও ওই সময় কংগ্রেস ভবনের ভেতরে কেউ ছিলেন না। দুষ্কৃতীরা কংগ্রেস ভবনের চারটি কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে পেট্রোল ঢেলে কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনা চলাকালীন সময়ে ওই পথ ধরে বিধায়ক বৃষকেতু দেববর্মার দুটি গাড়ি সুরমা থেকে সিমনার উদ্দেশ্যে আসার মুহুর্তে দুষ্কৃতীকারিরা গাড়ি দুটি ভেঙে গুঁড়িয়ে দেয় দাঁড়িয়ে থাকা জগন্নাথ রুপী পুলিশের সামনেই । এমনটাই অভিযোগ। আহত হয় বিধায়ক বৃষকেতু দেববর্মার ব্যক্তিগত দেহরক্ষী। প্রায় শতাধিক দুষ্কৃতীদের এই হামলার খবরে শুনশান হয়ে যায় হয় খোয়াই শহর। এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে শাসক দল বিজেপি’কে। বর্তমানে পরিস্থিতি থমথমে। মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।