স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : রবিবারে দেশ বাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সম্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের সফল ব্যক্তির কাজ গুলি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রবিবার রাজধানীর ভাটি অভয়নগর বিটারবন বিজেপির বুথ অফিসে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রীর “মন কি বাত অনুষ্ঠান” দেখেন দলের কার্যকরতাদের সাথে। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।
দলীয় কার্যকরতাদের সাথে মন কি বাত অনুষ্ঠান দেখার পর সাংসদ ডাক্তার মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করে থাকেন। এইদিন সমগ্র রাজ্যে বিজেপির প্রতিটি বুথ অফিসে মন কি বাত অনুষ্ঠান দেখেন বিজেপির কার্যকরতারা। মন কি বাত অনুষ্ঠান জনপ্রিয়তা লাভ করেছে। এইদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একাধিক বিষয় তুলে ধরেছেন বলে জানান তিনি।