স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : সারা দেশের সাথে ত্রিপুরার ডুকলি ব্লক তুলনা করা যায়। কারণ এই ব্লকটি একটি উন্নয়নের দিশায় এগিয়ে চলেছে।জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। এই ব্লক থেকে কাজ করার প্রেরনা জোগায়।
এই ব্লক ফের পুরস্কৃত হয়েছে। একই সঙ্গে ইশানচন্দ্র নগর পঞ্চায়েতকে শ্রেষ্ঠ পঞ্চায়েত হিসাবে পুরস্কৃত করায় অভিনন্দন ব্যক্ত করেন মন্ত্রী রাম প্রসাদ পাল। চেষ্টা ছিল পঞ্চায়েতের কাজ কর্মের উপর ৮ টি পুরস্কারের মধ্যে চার পাঁচটি পুরষ্কার যাতে ডুকলি ব্লক পায়। প্রতিটি পঞ্চায়েত আই সি নগরের মতো কাজ করছে বলে জানান তিনি। এদিন ডুকলি পঞ্চায়েত সমিতি হলে হয় অনুষ্ঠানটি। এছাড়াও উপস্থিত ছিলেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা।