নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। অন্যান্য রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ভয় ধরাচ্ছে রাজধানী দিল্লির ঊর্ধ্বমুখী সংক্রমণ। করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৯৩ জন। গতকালের তুলনায় যা খানিকটা বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৯৪ জন। আবার গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৯৪ জন। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১৯৩।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৪৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৭ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।