Monday, August 11, 2025
বাড়িজাতীয়দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯৩...

দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯৩ জন

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। অন্যান্য রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ভয় ধরাচ্ছে রাজধানী দিল্লির ঊর্ধ্বমুখী সংক্রমণ। করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৯৩ জন। গতকালের তুলনায় যা খানিকটা বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৯৪ জন। আবার গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৯৪ জন। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১৯৩।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৪৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৭ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!