স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : রবিবার বনমালীপুর কেন্দ্রের নাগরিকদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে অবহিত হওয়ার জন্য বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী।
সভায় এলাকার মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে তাদের অবগত করেন মহিলাদের। যাতে উন্নয়নে কোনরকম ঘাটতি হয় এলাকায়। এলাকাবাসী সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন মুখ্যমন্ত্রী। মানুষের সমস্ত সুযোগ সুবিধা প্রধান হবে আগামী ২৩ -এ বিধানসভা নির্বাচনের আগে রিপোর্ট নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। তাই প্রায় এক বছর আগে জন সম্পর্কের দিকে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।