স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সারা দেশেই হয়েছে। একইভাবে ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেসের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ত্রিপুরা রাজ্যের যুব কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইনজীবী রাখু দাস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে রাখু দাসকে সংবর্ধনা জানানো হয়।
উপস্থিত ছিলেন এদিন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা সারিতা লাইফলাং, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ যুব কংগ্রেস কমিটি রাজ্যের মানুষের সমস্যা সমাধানের জন্য প্রতিজ্ঞা নিয়ে ময়দানে বর্তমান সরকারের বিরুদ্ধে ঝাপাবে বলে আশা ব্যক্ত করেন আশীষ কুমার সাহা। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যুব সমাজের প্রত্যাশা পূরণে বড় ভূমিকা নেবে প্রদেশ যুব কংগ্রেস, নিষ্ঠার সাথে কাজ করবে বলে অভিনন্দন জানান শ্রী সাহা। পাশাপাশি তিনি এদিন যুব কংগ্রেস কমিটিকে ঐক্যবদ্ধ ভাবে রাজ্যবাসীর স্বার্থে কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা সারিতা লাইফলাং জানান বিজেপি মুক্ত ত্রিপুরা এবং ভারত গড়তে নয়া যুব কংগ্রেস কমিটি আগামী দিনের বড় ভূমিকা পালন করবে। এদিন প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা পুষ্পস্তবক তুলে দেন রাখু দাসের হাতে। উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা।