স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : প্রয়াত প্রবীন সিপিআইএম নেতার বাড়িতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের বাসিন্দা ক্ষেত্র মোহন মজুমদার এক সময় সিপিআইএম-এর একজন লড়াকু নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন। গত শুক্রবার কাঞ্চনমালাস্থিত নিজ বাড়িতে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৫ বছর।
মঙ্গলবার দুপুরে কাঞ্চনমালাস্থিত প্রয়াত ক্ষেত্র মোহন মজুমদারের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জেলা ও মহকুমা কমিটির সিপিআইএম নেতৃত্বরা। এদিন মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদারের স্ত্রী সহ ওনার পরিবারের লোকজনদের সাথে দীর্ঘ সময় কথা বলেন। পরিবারের লোকজনদের সমবেদনা জানান। পড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান প্রয়াত ক্ষেত্র মোহন মজুমদার একজন সৎ ভালো ও জন দরদী মানুষ ছিলেন। অসুস্থতার কারনে দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন। কিন্তু ওনার ছেলে মেয়েরা ওনার যত্নে কোন ধরনের ঘাটতি রাখে নি। এইদিন তিনি প্রয়াত ক্ষেত্র মোহন মজুমদারের পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত ক্ষেত্র মোহন মজুমদার কোন দিন কারো ক্ষতি করেন নি। গ্রামের মানুষ এইটা সর্বদা মনে রাখবে।