স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : দেবরের নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন এক গৃহবধু। ঘটনা রাজধানীর শহরতলী উত্তর আনন্দনগর ৪ নং টিলা এলাকায়। মৃত গৃহবধুর নাম মলিনা নমঃ, বয়স ২৮। স্বামীর নাম বলরাম দাস এবং অভিযুক্ত দেবরের নাম সজল নমঃ দাস। গৃহবধূর ভাই এবং মা জানায়, পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মেয়ের উপর নির্যাতন করত অভিযুক্ত দেবর। স্বামীর কাছে বিচার দিলে বিচার পেতেন না গৃহবধূ।
সোমবার ঘরের শিশুকে নিয়ে দেবরের সাথে ঝামেলা বাঁধে। তারপর অভিযুক্ত দেবর লাঠি দিয়ে রান্নাঘরে গৃহবধূকে মারধর করে। দুপুরে স্বামী বাড়ি আসার পর অপমান সহ্য করতে না পেরে এ বিষয়ে জানায় গৃহবধূ। কিন্তু স্বামী বিষয়টি পাত্তা না দিয়ে এড়িয়ে যায়। তারপর কেরোসিন তেল শরীরে দিয়ে নিজেকে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের পক্ষ থেকে রাতের বেলা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। গৃহবধুর বাপের বাড়ির লোকজন শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ অভিযুক্ত দেবরকে গ্রেপ্তার করতে পারেনি। মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের মর্গে দাঁড়িয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন অভিযুক্ত দেবরের কঠোর শাস্তির দাবি করেন।