স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : উদয়পুরের রাজধননগর এলাকায় বাইক ও অটোর মধ্যে সংঘর্ষে আহত হল বাইক চালক। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার উদয়পুর থেকে TR-08F-5061 নাম্বারের বাইক চালক কাঁকড়াবনের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে একটি তিন চাকার মালবাহী অটো রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে আসছিল।
জামজুরি গ্রাম পঞ্চায়েতের রাজধননগর এলাকা বাইক ও মালবাহী অটোটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত হয় বাইক চালক ইমাম হোসেন। স্থানীয়রা সাথে সাথে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত বাইক চালকের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে।