স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : নিরাপত্তাহীনতায় ভুগছে স্মার্ট সিটি। পুলিশের নিষ্কর্মতাকে কাজে লাগিয়ে চোর, নেশাখোররা তাদের সাম্রাজ্য বিস্তার করছে। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, গত এক সপ্তাহ আগে আগরতলা শহরে বেশ কয়েকটি বাইক, টমটম চুরির ঘটনা সংঘটিত হয়েছে। যথারীতি থানায় মামলাও হয়েছে।
পুলিশ তদন্তে নেমে একটি কমিটি গঠন করে, তারপর বুধবার সকালে পূর্ব আগরতলা থানার পুলিশ প্রান্তুষ দেব নামে এক কুখ্যাত চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে বনকুমারি নাথ পাড়ার একটি জঙ্গলের মধ্যে একটি টমটম এবং দুটি বাইক লুকিয়ে রেখেছে। যথারীতি পুলিশ সেখানে গিয়ে টি আর ০১ ই আর ৩৪৪৮ নম্বরের একটি টমটম এবং টি আর ০১ ই ৫৪৯২ ও টি আর ০১ এ ইউ ৭৮৫৭ নম্বরের দুটি বাইক উদ্ধার করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো জানতে পারে তার সাথে জড়িত রয়েছে সুজিত মালাকার, চাংকি চৌধুরী, অমিত গোস্বামী এবং রূপক মালাকার। তাদের বাড়ি রাজধানীর জয়নগর, যোগেন্দ্র নগর, টাউন প্রতাপগড়, কালীটিলা এবং কালাচাঁদ পাড়া। যথারীতি পুলিশের একটি টিম বাকি চারজন কেউ আটক করে। তারপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নিম ব্রিজ, মহারাজগঞ্জ বাজার এবং সি আর রোড থেকে তারা বাইক এবং গাড়িগুলি চুরি করেছিল। তারা সকলে আগরতলা শহরে ঘোরাফেরা করে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে।
বিশেষ করে তারা গাড়ি এবং বাইক চুরি করে এর যন্ত্রাংশ বিক্রি করে। তাদের সাথে জড়িত রয়েছে আরও অনেকে। পুলিশে আরো জানায় প্রান্তুষ দেবের বিরুদ্ধে আজও চুরির মামলা রয়েছে। পুলিশ সমস্ত তথ্য ধৃতদের কাছ থেকে সংগ্রহ করেছে। গোটা গ্যাং জালে তোলার জন্য পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে শহর এলাকায় চোরের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে সেটা অস্বীকার করার কোন সুযোগ নেই। দিন দুপুরে বাইক, গাড়ি চুরি হচ্ছে। শহর এলাকায় পুলিশের কঠোর নজরদারির অভাবে এ ধরনের চুরির ঘটনা লাফিয়ে বাড়ছে সেটা ষ্পষ্ট।