স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : মানব পাচার, গাঁজা পাচার সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপে নাম লেখাচ্ছে রাজ্যের প্রধান রেল স্টেশন বাধারঘাট।
প্রতিনিয়ত রেল স্টেশন থেকে আটক হচ্ছে এ ধরনের কার্যকলাপে জড়িতরা। মঙ্গলবার দুই গাঁজা পাচারকারীকে আটক করা হয়েছে রেল স্টেশন থেকে। তাদের কাছ থেকে আটক হয়েছে ২৮ কেজি শুকনো গাঁজা। পুলিশ জানায়, তাদের কাছে অগ্রিম খবর ছিল গাঁজা পাচারকারীরা রেল স্টেশন দিয়ে গাঁজা পাচার করবে। সে অনুযায়ী রেল স্টেশনের প্রবেশপথে পুলিশ উৎপেতে বসে থাকে। যথারীতি দুই যুবক আসা মাত্রই পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে গ্রেফতার করেছে।