স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচারে যান। এদিন তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের রামপুর বিবেক সংঘ এলাকায় ভোট প্রচার করেছেন।
মানুষের সাথে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনেছেন। পাশাপাশি জনগণের আশীর্বাদ নেন। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিগত দিনের কাজ অনুযায়ী মানুষের মধ্যে থেকে ব্যাপক সাড়া মিলছে বলে জানান প্রার্থী দীপক মজুমদার।